শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার আবুরা গ্রামে ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যের লোকজন হামলা চালিয়ে একটি কুলখানির অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন। এতে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গত রোববার আবুরা গ্রামের নুর মোহাম্মদ শিকদার (৭০) মৃত্যুবরণ করেন। শুক্রবার বাড়িতে তার কুলখানির আয়োজন করা হয়। সে অনুযায়ী মাইকে এলাকার সবাইকে নিমন্ত্রণ ও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
কুলখানি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় ইউপি সদস্য রমিজ খাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কুলখানিতে রমিজ খার রাজনৈতিক বিরোধীদের নিমন্ত্রণ করায় ক্ষুব্ধ হন তিনি।
এ নিয়ে সকালে মৃত নুর মোহাম্মদ শিকদারের ছেলে আবুল হোসেন শিকদারের সঙ্গে রমিজ খার ছেলে ওয়াহিদ খার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রমিজ খার ছেলে ওয়াহিদ খা, আলী আজম খা, বাবুল খা, আলমগীর খা সহ ২০/২৫ জন লোক হামলা চালিয়ে কুলখানির আয়োজন ভণ্ডুল করে দেয়। এতে মৃত নুর মোহাম্মদ শিকদারের স্ত্রী রাবিয়া বেগম (৫০) ও ছেলে আবুল হোসেন শিকদার (৩৫) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে ও বাড়িতে গিয়েও ইউপি সদস্য রমিজ খাকে পাওয়া যায়নি।
পালং থানার উপপরিদর্শক (এসআই) এমারত হোসেন বাংলানিউজকে জানান, তারা এ সম্পর্কে কোনো অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর