ঢাকা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ে অ্যামনেস্টির ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং যুদ্ধাপরাধীর পক্ষে পাকিস্তানি সাফাই সাক্ষীর প্রতিবাদে সেক্টর কমান্ডারস ফোরাম বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এই কর্মসূচির আয়োজন করেছে।
বেলা ১২টা পর্যন্ত সেক্টর কমান্ডারস নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১’র প্রচার সম্পাদক তুষার আমীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যসহ যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানি সাফাই সাক্ষীর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ ও মানববন্ধনে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধারাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আইএ