ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
বগুড়ায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে বিভিন্ন দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সুন্দরবনে কয়লাবাহী জাহাজ ডুবি, বনের ভেতর দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, রামপালসহ সুন্দরবন বিধ্বংসী সব প্রকার প্রকল্প বাতিল, অবিলম্বে কয়লা অপসারণ করে বনের জীব বৈচিত্র্য রক্ষা এবং কয়লাবোঝাই জাহাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।



শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় সংগঠনের জেলা সংগঠক শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, আল আমিন প্রধান তারেক, ওসমান গণি মুন, মাসুকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।