ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পশুর নদীতে কার্গোডুবি

চালকের গাফিলতি ও অদক্ষতা দায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
চালকের গাফিলতি ও অদক্ষতা দায়ী

বাগেরহাট: পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবির ঘটনায় চালকের অদক্ষতা, গাফিলতি ও কার্গোটি পুরাতন হওয়াকে দা‍য়ী করা হয়েছে।

দুর্ঘটনাটি তদন্তে সুন্দরবন পূর্ব বন বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।



শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)
মো. সাঈদুল ইসলামের কাছে এ প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার আগের দিন ২৭ অক্টোবর দুপুরে এমভি জি আর রাজ কার্গোটি মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে কয়লা লোড করার শেষপর্যায়ে অপর একটি কার্গো ধাক্কা দেয়। এতে এমভি জি আর রাজের তলায় ফাটল দেখা দেয়।

পরে হারবাড়িয়ার তিন নং বয়া এলাকায় সিমেন্ট দিয়ে ফাটল মেরামতের চেষ্টা করেন কার্গোর চালক ও মাস্টাররা। এতে ফাটল দিয়ে পানি ওঠা বন্ধ হলে চালক জোয়ারের সময় ওই অবস্থায় খুলনার দিকে রওনা হন। পরদিন পথে জয়মনির ঘোল সাইলো সংলগ্ন বিউটি মার্কেট এলাকায় পশুর নদীতে ডুবে যায় কার্গোটি।

প্রতিবেদনে দুর্ঘটনার পর কার্গোটি উদ্ধারের ব্যাপারে মালিকপক্ষের গাফিলতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই কার্গোডুবির ফলে সুন্দরবনের জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, শুক্রবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে কাজ শুরু হয়নি। তবে ভাই ভাই স্যালভেজ নামে একটি বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের লোকজন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল ঘুরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।