বগুড়া: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের টেম্পলরোডে সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, জেলা সংসদের সভাপতি মুস্তাফিজুর রহমান ফিজু, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, শিক্ষাবিদ ড. মোকসেদুল হামিদ, সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুস সোবহান মিন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সাড়ে ১০টায় শুরু হয় শিশুদের নিয়ে দেশগান প্রতিযোগিতা ও বেলা সাড়ে ৩টায় লোকসঙ্গীত, গণসঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। পরে বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমবিএইচ/এমজেএফ