ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

একটি মহল শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
একটি মহল শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একটি মহল দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সেগুলো রক্ষা করার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে।

আর এজন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা দরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিল্পমন্ত্রী নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন,  নর্থ বেঙ্গল সুগার মিলের সঙ্গে র-সুগার রিফাইনারী, কো-জেনারেশন, বায়োগ্যাস প্লান্ট এবং রপ্তানিযোগ্য ডিস্টিলারি স্থাপন করা হবে। এ অঞ্চলকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, চিনি কলকে বাঁচিয়ে রাখার জন্য আখ চাষিদের আন্তরিক হতে হবে এবং চিনিকলে কর্মরতদের যার যার দায়িত্ব যথাথথ ভাবে পালন করতে হবে। সবার সহযোগিতায় চিনি শিল্পকে একটি সম্মানজনক আবস্থায় নিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সাজেদুর রহমান খান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী,  স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ।

নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৯ হাজার ৫৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮.১৫%।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।