ঢাকা: রাজধানীর মতিঝিল ফকিরাপুলের আল সাহারা আবাসিক হোটেল থেকে এক নারী পরিচ্ছন্নকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা আক্তার মনি (৪০) নামে ওই নারী হোটেলের স্থায়ী কর্মচারী ছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ১২০ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, নিহতের বাবার নাম মৃত শামসুল ইসলাম। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। বর্তমানে ফকিরাপুল কোমরগলি ইসলাম ভবনে বোনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বাংলানিউজকে জানান, তিনি ওই হোটেলের ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে এ ঘটনা তা এখনই বলা যাচ্ছে না।
ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফাতেমার চাচাতো ভাই ফয়েজ আলম বাংলানিউজকে জানান, তার স্বামী অনেক আগেই ছেড়ে চলে গেছেন। তারপর থেকে তিনি আর বিয়ে করেননি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এজেডএস/আইএ