গোপালগঞ্জ: দেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) বলেছেন, জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন।
আর সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএস’র উপর দোষ চাপাচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০-তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বিদেশি নাগরিকদের হত্যা করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্তে বিএনপি নেতাদের নাম আসছে। ইতিমধ্যে বিএনপি নেতা কমিশনার কাউয়ুমের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতার করতে পারলে বাকিদের নামও বেরিয়ে আসবে।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে উদযাপন কমিটির আহ্বায়ক ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট নওশেরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে স্কুল ক্যাম্পাস থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে দুই সহস্রাধিক প্রাক্তন শিক্ষক, ছাত্র ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। দু’দিনের এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা কণ্ঠ শিল্পি ও ব্যান্ডদল সংগীত পরিবেশন করবেন। একই স্থানে আতশবাজি প্রদর্শনীও হবে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ