ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দু’শতাধিক প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, গরু, ছাগল, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
স্থানীয় অন্বেষা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রতিবন্ধীদের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করেছে।
সালাহ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তপন চন্দ্র বণিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ মিয়া, মগটুলা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হাদী, অন্বেষা পাঠাগারের সভাপতি শাহ মাসুদ হোসেন, সাধারণ সম্পদক তাহেরুন ইসলাম।
স্থানীয় অন্বেষা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে ওই সহায়তা প্রদান করে আসছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
মামুন/পিসি/