ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সিলেটে পাথর কোয়ারিতে সংঘর্ষে যুবক নিহত

সিলেট: দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি ভোলাগঞ্জে সংঘর্ষে ছোটন (৩০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।



শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছোটন কোম্পানীগঞ্জ উপজেলার কলাবড়ি গ্রামের সমর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় ভূমি বিরোধ নিয়ে স্থানীয় ভোলাগঞ্জ ও কলাবড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি। এ সময় ছোটনসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এনইউ/এএএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।