ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ফেনসিডিলসহ মাহবুব হোসেন(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাহবুব হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
শুক্রবার( ৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের যাত্রী মাহবুব রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নামেন। এ সময় তাকে দেখে সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশি করে। এ সময় ‘বডি ফিটিং’ অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি এ ফেনসিডিলগুলো শনির আখড়ায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এজেডএস/পিসি/