নওগাঁ: নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে ভোলা মহন্ত (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রানীনগর রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভোলা মহন্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে ভোলা মহন্ত বাড়ি থেকে রানীনগর বাজারে যাওয়ার জন্য পয়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুরগ্রামী দ্রুতযান আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ঘটনার পর মৃতদেহ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানায় (জিআরপি) খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমজেড