চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শিহাব হোসেন (৮) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিহাব কুতুবপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বাংলানিউজকে জানান, ২৭ অক্টোবর সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিহাব। এরপর আর বাড়ি ফেরেনি সে। এতে তার সন্ধান চেয়ে মাইকিং করা হয় এবং পুলিশকে মৌখিকভাবে জানানো হয়।
তিনি আরো বলেন, শুক্রবার কুতুবপুর গ্রামের খিতাপাড়া মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। নিহত শিহাবের মুখসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমজেড