বরগুনা: বরগুনায় অফিসার ইনচার্জ (ওসি) অনূর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ যুব কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক পিপিএম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ এবং এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা।
প্রতিযোগিতায় সোনাখালী লায়ন্স ও পশ্চিম বরগুনা টাইগারস দলের পুলিশ সদস্যরা অংশ নেন।
খেলায় সোনাখালী লায়ন্স ৬৮-৩১ পয়েন্টে পশ্চিম বরগুনা টাইগারসকে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার বিজয় বসাক।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
টিআই