বরিশাল: সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবাহী জাহাজ এম ভি আররাজ ডুবির ঘটনায় জড়িতদের শাস্তি, সুন্দরবনের অভ্যন্তরে নৌ ও বাণিজ্যিক জাহাজ চলার বন্ধসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ঘণ্টাব্যাপী অশ্বিনী কুমার হলের সামনে বিজ্ঞান মঞ্চ আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী, এসএম তুষার, রিয়াজুল হক তুষার, এইচ এম ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা বিদ্যুৎ চাই তবে সুন্দরবন ধ্বংস করে নয়।
২০১০ সালে ভারত সরকার সুন্দরবনের পাশে তাদের প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র সে দেশের পরিবেশবিদদের বাধার কারণে বাতিল করতে বাধ্য হলেও আমাদের সরকার সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সুন্দবনের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যবসায়ীদেও স্বার্থরক্ষা করতে যেয়ে সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে দেশের প্রকৃত উন্নয়ন কোনো দিনই সম্ভব নয়।
সুন্দরবন ধ্বংস করার যে পরিকল্পনা চলছে তা থেকে সুন্দরবনকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএইচ