ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার তীরে কাঁটাতারের বেড়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
পদ্মার তীরে কাঁটাতারের বেড়ার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীর তীরে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্বাধীনতা চর্চা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রিভারভিউ স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



এতে বক্তারা বলেন, পদ্মা নদীর তীর প্রাকৃতিকভাবেই উন্মুক্ত। এখানে বিনোদন কেন্দ্র করার নামে কাঁটাতারের বেড়া দেওয়ার অধিকার সিটি করপোরেশনের নেই।
 
বক্তারা আরও বলেন, অনেক মানুষ পদ্মার তীরে বুকভরে নিঃশ্বাস নিতে যান। কিন্তু টাকার বিনিময়ে যেতে হলে তাদের অনেকেই সেই অধিকার থেকে বঞ্চিত হবেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জুলফিকার নাঈম ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।