যশোর: যশোরের বাঘারপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে হামিদ মোল্লা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিদ মোল্লা বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রাজিব হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার নিত্যানন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠক চলছিল। এ সময় হামিদ মোল্লার সঙ্গে ভাতিজা জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে জাকির হোসেনের লাঠির আঘাতে হামিদ মোল্লা আহত হন। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী শিকদার বাংলানিউজকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমজেড