ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পলাতক জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ময়মনসিংহে পলাতক জেএমবি সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হাফেজ বিল্লালকে ওরফে বিল্লালকে (৩১) আটক করেছে র‌্যাব।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এসব মামলার পলাতক আসামি হাফেজ বিল্লাল।

গত ৩০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) যুবরাজ ও সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা অক্টোবর ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।