ঢাকা: ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে ঢুকে তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায় এবং দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। শনিবার রাত সাড়ে নয়টায় লালমাটিয়ার ওই বাসায় পরিদর্শন শেষে সাংবদিকদের এসব কথা বলেন।
দুটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি কুচক্রী গোষ্ঠি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটি একটি ইসলাম বিরোধী কাজ।
তিনি আরও বলেন, মানবতা বিরোধীদের যারা বাঁচাতে চায়, তারাই এসব অপকর্ম করছে। যারা মানুষ হত্যার দায়িত্ব নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কুচক্রী গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা,নভেম্বর ০১,২০১৫
এসজেএ/এমআইকে/আরআই