ঢাকা: ‘শনিবার ঘটনার পর আমরা আর দেশে কোন রকম নিরাপত্তা বোধ করছি না। তাই আমরা বিদেশ চলে যেতে চাই।
শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজে মিডিয়ার মুখোমুখি হয়ে ভয়ার্ত কন্ঠে এ আকুতি জানালেন, দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক-লেখক আহমেদুর রশীদ টুটুলের স্ত্রী শামীম রুণা। এ সময় শামীমের পাশে ছিলেন তাঁর দুই বোন।
শামীম রুণা বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের পর পরিবারের নিরাপত্তা চেয়ে তাঁরা মোহাম্মদপুর থানায় জিডি করেন। পুলিশ মাঝে-মধ্যে এসেছে, ঘুরে গিয়েছে। কিন্তু তা আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি।
আশঙ্কাটাই চরমভাবে শনিবার হাজির হলো আমাদের সামনে। রুণা বলেন, তাঁদের বাসা কাটাসুরে। গত শনিবার স্বামীসহ বাংলামোটর থেকে পান্থপথে যাবার পথে মোটর সাইকেলে দুইজন তাদের ফলো করে। এটা দেখে তাঁরা দ্রুত বাসায় ফিরে যান।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগে যেসব ব্লগার হতাহত হয়েছেন তার সঙ্গে শনিবারের ঘটনার অবশ্যই যোগসূত্র রয়েছে।
রুণা ঢাকা মেডিক্যাল কলেজে নিরাপত্তা বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তবে এদিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজে বিপুল সংখ্যক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেল।
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাত সোয়া ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজে যাবার পথে ফটো সাংবাদিকসহ এ প্রতিবেদককে পাঁচ দফা পুলিশ তল্লাশির মুখে পড়তে হল। রাত ২টায় ফেরার পথে তল্লাশির মুখে পড়তে হল তিনদফা।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস /আরআই