ঢাকা: রাত তখন সাড়ে ১২টা। তারপরও সরগরম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
যদিও শনিবার দুপুরের পর থেকে রাজধানী ঢাকার চিত্রপট হঠাৎ করে পাল্টে যায়। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে একজনকে হত্যা ! অপর তিনজনকে হত্যা অপচেষ্টা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অপরদিকে দুপুরে রাজধানীর লালমাটিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তিন লেখক-প্রকাশক। এদের মধ্যে কবি তারেক রহিমের অবস্থা গুরুতর। আশঙ্কামুক্ত নন শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুলও। তবে খানিকটা আশঙ্কামুক্ত লেখক-গবেষক রণদীপম বসু।
তাদের অবস্থার খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভীড় করেছেন অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ফটো সাংবাদিকগণ। ইমারজেন্সি কাউন্টারের সামনের জায়গাটি ভর্তি হয়ে গিয়েছে কার-মাইক্রোবাস ও অটো রিকশায়।
পাশাপাশি রয়েছেন নিত্যদিনের মতোই আসা রোগী ও তাদের স্বজনগণ। যে কারণে এদিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভীড়টা অন্য দিনকে ছাপিয়ে যায়।
সাম্প্রতিককালে বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের ওপর হামলা নিয়ে দেশ ছাড়িয়ে বিদেশেও আলোড়ন ফেলেছে। ঘৃণ্য এ হামলা নিয়ে সর্বত্র বইছে তীব্র নিন্দার ঝড়।
ইমারজেন্সি কাউন্টারের ভেতরে বসে দায়িত্ব পালনরত দুই যুবক মাথা পিছু ২০ টাকা নিয়ে সামনের খাতায় নাম-ঠিকানা টুকে টিকিট তুলে দিচ্ছেন রোগীর স্বজনদের হাতে। বারান্দায় দেড় ডজন পুলিশ লোকজনের চলাচল সামলাচ্ছেন।
ইমারজেন্সি কাউন্টারের গ্রিলের জানালা দিয়ে ছবি তোলার সময় ডান পাশে বসা যুবকটি বললেন, শুধু আমার ছবি তোলেন, ওর নয়। ও আমাকে সাহায্য করছে। আমি একা কতো সামলাবো। তাঁর নাম জিঞ্জেস করতেই দোনামোনা করায় বললাম ঠিক আছে- নাম না হয় নাই জানলাম।
জিঞ্জেস করলাম কী রোগী আসছে। তিনি জালালেন, প্রসূতি মা থেকে শুরু করে গুরুতর অসুস্থ, দুর্ঘটনা কবলিত রোগী আসছেন।
প্রশ্ন করায় জানালেন, রাত ৮টা থেকে ডিউটি করছেন। রাত ১২টা অবধি ৭৯টি টিকিট ইস্যু করেছেন।
এরপর বাকি রাতটুকু তো রয়েছেই ....।
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস/আরআই