ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ছবি : প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এরশাদ আলী (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পরেন্দপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত এরশাদ আলী মহেশপুর উপজেলা সদরের ক্যামপাড়ার আব্দুর জব্বারের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভাড়াটিয়া বাসা থেকে সকালে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। রোববার সকাল ৮টার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পরেন্দপুর গ্রামের নাজমুল ইসলামের মেহগনি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন বাংলানিউজকে জানান, স্থানীয়রা মেহগনি বাগানের ভেতর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত এরশাদ আলী ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার নামে মহেশপুর থানায় একটি ডাকাতি ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেটেড: ১৫৪৪
জেডএস/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।