হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর মাঠ থেকে ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
রোববার (০১ নভেম্বর) ভোরে বিজিবি অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ এসব ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ভোরে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তার ভিতর থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
সকালে ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর