ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎখোলা এলাকা থেকে একশ বোতল হুইস্কি আটক করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) সকাল ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মঈনপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব হুইস্কি আটক করে।
তবে এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সীমান্তে চোরাকারারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর একশ বোতল হুইস্কি পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর