ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এবার সময় প্রকাশনের প্রকাশককে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এবার সময় প্রকাশনের প্রকাশককে হত্যার হুমকি ফরিদ আহমেদ

ঢাকা: সময় প্রকাশনের সত্ত্বাধিকারী ও ‘মুক্তিযুদ্ধ কোষ’র প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যার চেষ্টার পরদিনই তাকে এ হুমকি দেওয়া হলো।



রোববার (০১ নভেম্বর) সকাল ৯টা ৪৮ মিনিটে (০১৭২১-৪২৫০০৮) নম্বর থেকে পাঠানো এসএমএস’র মাধ্যমে ফরিদ আহমেদকে হত্যার হুমকি দেওয়া হয়।

ক্ষুদে বার্তায় লেখা হয়, ‘নাস্তিকদের অনেক বই ছেপেছ। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আল-আহারার ইউকে। ’

হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে ফরিদ বাংলানিউজকে বলেন, পুলিশকে বিষয়টি জানিয়েছি। কি করা যায়, বন্ধুদের সঙ্গে আলোচনার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এছাড়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান ফরিদ আহমেদ।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে ঢুকে আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রণদীপম বসুকে এলোপাতাড়ি কোপায় চার যুবক। এ সময় আহমেদ রশীদ টুটুলকে গুলিও করা হয়। পরে তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিস থেকে উদ্ধার করা হয় এর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনের মরদেহ।

২০১৩ সালের বই মেলায় সময় প্রকাশন থেকে ১২ খণ্ডে ‘মুক্তিযুদ্ধ কোষ’ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেট: ১২৫২ ঘণ্টা
এইচআর/এনএইচএফ/আরএইচ/জেডএস

** দীপনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।