মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুইটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
রোববার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকাগামী দুইটি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাজাদা খসরু বাংলানিউজকে জানান, এমভি কর্ণফুণী-১ ও এমভি ইয়াদ-৩ নামে দুই লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চের ভেতরে দুইটি ঝুড়িতে বিশেষভাবে বরফ দিয়ে প্যাকেট করা অবস্থায় এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরে দুপুর ১২টার দিকে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর