ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার শিগগির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার শিগগির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগির তাদের আটক করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


 
রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
 
মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভাল। সব দেশেই এ রকম বিচ্ছিন ঘটনা ঘটে থাকে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। প্রত্যেকটি ঘটনাতে সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে এবং হবে।
 
এসময় তিনি বলেন, আনসারুল্লাহ, আইএস যারাই এ কাজ করে থাকুক না কেন, সবাই যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবিরের লোক। স্বাধীনতার এই পরাজিত শক্তি বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ঘটাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। অবশ্যই ঘাতকদের ধরা হবে।

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বন্ধের দিন হওয়ায় ঘাতকরা সুযোগ নিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) শাহবাগে আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরই কয়েক ঘন্টা আগে একইদিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে তিন প্রকাশক-লেখককে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেট: ১৩১১ ঘণ্টা
এসএমএ/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।