ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দীপন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং তিন লেখক ও গবেষককে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবশে করেছে ছাত্র ইউনিয়ন।

রোববার (০১ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের পৌর বিপনী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, রইসুজ্জামান, সাধারণ সম্পাদক দিপাল ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন নেতা পলক তালুকদার, মানবেন্দ্র কর প্রমুখ।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহবাগে আজিজ মার্কেটের তৃতীয় তলায় কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।   সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।