ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত রাইট টার্ন থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত রাইট টার্ন থাকবে না ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর মগবাজার পর্যন্ত সড়কে কোনো রাইট টার্ন থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আনিসুল হক।

তিনি বলেছেন, যানজট কমাতে এই সড়কে ৪/৫ টি ইউলুপ করা হবে।

কোনো ভাবেই রাইট টার্ন হবে না

রোববার (০১ নভেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সড়ক নিরাপত্তা নিয়ে এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক।

ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক পশ্চিম বিভাগ) উপ পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ পিপিএম প্রমুখ।

মেয়র আনিসুল হক বলেন, টঙ্গী গাজীপুর, বনানী, কাকলী, মগবাজার রোডে রাইট টার্ন বন্ধ হলে যানজট অনেক কমে যাবে।

রাজধানীর রিকশা নিয়ন্ত্রণের জন্যেও কাজ চলছে। আগামি দুই বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে বলে জানান মেয়র।

রাজধারীর সড়ক নিরাপত্তা বিষয়ে বলেন, আগামী জুনের মধ্যে গুলশান, বারিধারা, নিকেতন এলাকার সকল সড়ক সিসি ক্যামেরার আওতায় আসবে। এরপর আগামী দুই বছরের মধ্যের সিটি করপোরেশনের সকল সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এজন্য কাজ চলছে।

সড়কে আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিএনসিসি'র ৭২টি পয়েন্টে ডাম্পিং স্টেশন হচ্ছে। এরপর আর কোনো দোকানদার রাস্তায় ময়লা ফেলতে পারবে না। নির্দেশ না মানলে দরকার হলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমি আর পারছি না। কিভাবে দিনের পর দিন গাড়ি রাস্তায় নামনো হচ্ছে। কে দেখবে এটা, কে বন্ধ করবে এটি। কারা ফুটপাথ দখল করছে? কে এসব দেখবে? শুধু কথা বললেই হবে না, কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।