ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোড থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম বিশ্বাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তাজুল পৌরসভার তেঘরিয়া এলাকার সাখাওয়াত বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, রাতে পাওয়ার হাউজ রোডে ইয়াবা বিক্রি করছিলেন তাজুল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে নয় পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।