ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চরমপন্থি দমনে তথ্য দিয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
চরমপন্থি দমনে তথ্য দিয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: পুলিশ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদল এ কথা জানায়।

   

বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়ার প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড সাংবাদিকদের বলেন, আমরা পুলিশসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য সহানুভূতি জানিয়েছি। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি।

পুলিশ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় চরমপন্থি দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ তিনসদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ধন্যবাদ জানিয়েছে। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এসএমএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।