ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলো। এ ঘটনায় গুরুতর আহত কবি তারেক রহিম এখন রয়েছেন পূর্ণ পর্যবেক্ষণে।
শনিবার (০৭ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, তারেক ছাড়া অন্য দুইজন (টুটুল- রণদীপম) সুস্থতার পথে। আশা রাখি দ্রুতই দুইজনকে রিলিজ দেওয়া হবে। তাছাড়া টুটুলের প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে কবি তারেক রহিমকে পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে কেবিনে আনা হয়েছে বলেও জানান পরিচালক মিজানুর রহমান।
তবে জানা যায়, তারেকের এখনও শঙ্কা কাটেনি বাম হাতের আঙুলগুলো নিয়ে। সেখানে আবারও অপারেশন হতে পারে। এর আগে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) তারেকের ডান হাতের কবজি থেকে কুনই পর্যন্ত অস্ত্রোপচার করা হয়।
তখন ঢামেক হাসপাতালের আর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলানিউজকে বলেছিলেন, সফল অস্ত্রোপচার হলেও বাম হাতের বৃদ্ধা আঙুল ‘কে-ওয়্যার’ দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তার পাশের আঙুল নিয়েও রয়েছে শঙ্কা। কারণ সেখানে রক্ত চলাচল খুবই কম।
গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে কবি তারেক রহিম, প্রকাশনীর স্বত্বাবাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা চালায় চারজন যুবক। তারা এ তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এজেডএস/আইএ