ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী খুন খন্দকার এনামুল হক বিপ্লব

গাজীপুর: গাজীপুরে ছুরিকাঘাতে ও রড দিয়ে পিটিয়ে খন্দকার এনামুল হক বিপ্লব (৪২) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত বিপ্লব গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকার খন্দকার সামসুদ্দিনের ছেলে।

তার পিতাও এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিপ্লব গাজীপুর আদালতের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। শনিবার (৭ নেভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত বিপ্লবের ভাই সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল জানান, বিপ্লব সন্ধ্যায় তার বাসার সামনে এসে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বী ও রবিন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা বিপ্লবকে এলোপাতাড়ি ভাবে বুকে ও পেটে ছুরিকাঘাত করে এবং মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে ঢাকার উত্তরার আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেও আরো নিশ্চিত হওয়ার জন্য তাকে পার্শ¦বর্তী কুর্মিটোলা সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার এসআই (উপপরিদর্শক) আব্দুল হামিদ জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
 
বিপ্লবের মা রেহানা আক্তার জানান, গাজীপুর জজ কোর্টের সেরেস্তাদার মাসুদুর রহমানের দুই ছেলে সন্ত্রাসী রাব্বী ও রবিন তার ছেলে বিপ্লবকে বিনা অপরাধে অতর্কিত ভাবে হামলা করে খুন করেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরআই

** গাজীপুরে সন্ত্রাসী হামলায় শিক্ষানবিশ আইনজীবী আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।