ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
মৌলভীবাজারে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে জেএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং করার অপরাধে বখাটে যুবক সাহেদুর রহমানকে (১৯) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইশরাত এ রায় দেন।



সাহেদুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের কুচারমহল গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্টেট উম্মে ইশরাত বাংলানিউজকে জানান,  সদর উপজেলার শাহেলাল মাধ্যমিক বিদ্যালয়ের  জেএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের আসা-যাওয়ার সময় সাহেদুর প্রায় প্রতিদিনই ইভটিজিং করেন বলে এলাবাসী একটি নোটিশ দেয়। আজ (বৃহস্পতিবার) স্কুলের সামনে পরীক্ষার্থীদের ইভটিজিং করার সময় এলাবাসী তাকে ধরে পুলিশে খবর দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাহেদুরকে তিন মাসের  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।