বেনাপোল (যশোর): অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৩২ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্ববর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে ১৬ পুরুষ, ৯ নারী ও ৭ শিশুকে হস্তান্তর করে।
তাৎক্ষণিকভাবে পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বরিশাল জেলায় বলে জানিয়েছে বিজিবি।
২৬ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, ফেরত আসা বাংলাদেশিদের রাতেই বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এরপর পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এটি