ঢাকা বিশ্ববিদ্যালয়: ১৩তম সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা বেনজির ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহসিন মাহমুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি হাবিবা জান্নাত, সাংগঠনিক সম্পাদক শোভানী জামাল, অর্থ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক, প্রচার সম্পাদক মুক্ত হাসান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল হক সবুজ, দপ্তর সম্পাদক ওমর ফারুক শাকিল ও সমাজকল্যাণ সম্পাদক ফারহান তানভীর।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- আরিফুর রহমান টিপু, সালমান ফরাজী, ইমরান হোসেন, জোবায়ের জুয়েল, ফাতেমা বাবু ও সাদিক রেজা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলা চত্বরে ১৩তম কাউন্সিলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈকত মল্লিক। এতে সভাপতিত্ব করেন মনোয়ার হোসেন মাসুদ ও সঞ্চালনা করেন সা.হা.ম. সাদিক রেজা।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/এসআই