ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে মানপাচারকারী চক্রের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
টেকনাফে মানপাচারকারী চক্রের দুই সদস্য আটক ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় শাহপরীরদ্বীপ বাজারপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।



আটকরা হলেন, রহিম উল্লাহ (৪০) ও আব্দুস সালাম (৩৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কবির আহমেদ বাংলানিউজকেব জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।