ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি ক্লিনিকে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় শাহানারা (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগরীর চরপাড়া মোড় এলাকার নিউ আল-আরাফা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিক মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রোগীর স্বজনরা জানান, সদর উপজেলার চুরখাই এলাকার দরিদ্র জয়নাল আবেদিনের স্ত্রী শাহানারা বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) তার সিজার হয়। সংশ্লিষ্ট ক্লিনিকের চিকিৎসক আফসানা রওশন তার সিজার করেন।

রোগীর স্বামী জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, সিজারের পর ওই ক্লিনিকে আমার স্ত্রীর সেবা-শশ্রুষা করার জন্য কোনো নার্স ছিল না। ঠিকমতো তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এতে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি ক্লিনিক মালিকের বিচার চাই।

তবে ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে বিচার চাই বলে তারা বলাবলি করেছেন এমনটি শুনেছি। হয়তো মালিকপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের কথা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চিকিৎসক কিংবা ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।