বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণ পাথরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিক্রি নিষিদ্ধ ৫৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মামুনের স্ত্রী শিউলি বেগম (৩৫) ও হিলি চণ্ডিপুরের সিরাজ মণ্ডলের স্ত্রী ফাতেমা বেগম (৩৮)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে ফেনসিডিলসহ আটক করে।
আটকরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমবিএইচ/জেডএস