রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় একটি গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ। পরে ওই বাগান থেকে গাঁজার ২০টি গাছ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জোতকার্ত্তিক গ্রামের তমিজ উদ্দিনের ছেলে বাগান মালিক নবির উদ্দিন (৪৫) ও তার সহযোগী হাবিবপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে ইয়াছিন আলী (৬০)।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, আটক নবির উদ্দিন তার ভাইয়ের কাছ থেকে জমি লিজ নিয়ে হাবিবপুর এলাকায় গাঁজার বাগান তৈরি করেছিলেন। এর পর দীর্ঘদিন ধরে সেখানে গাঁজার চাষ করছিলেন নবির। সেই গাঁজা বাজারেও বিক্রি করা হচ্ছিলো।
থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান চারঘাট থানার ওসি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/এসএস