ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় কুতুব উদ্দিন ওরফে আব্দুল কুদ্দুস (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রা.) ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুতুব উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দরিপচাশি গ্রামে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে জানান, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কুতুব উদ্দিনকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। অটোরিকশাটি আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, নিহত কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে মদনপুর গ্রামের হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমীর (রা.) মাজার শরীফে অবস্থান করছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।