ভোলা: ভোলা সদরের সুদেরহাট এলাকা থেকে একশ পিস ইয়াবাসহ আটক ওয়াসিম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওয়াসিম সদর উপজেলার বাপ্তা গ্রামের আলী আহমদের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে উপজেলা সদরের ইলিশা ইউনিয়নের সুদেরহাট লঞ্চঘাট এলাকা থেকে ওয়াসিমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা পাওয়া যায়।
এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর