বাগেরহাট: বাগেরহাটের রামপালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের নামে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিআইডব্লিটিএর ড্রেজার মাস্টার মো. শাহাজান বাদী হয়ে দ্রুত বিচার আইনে রামপাল থানায় মামলা দায়ের করেন।
এর আগে সন্ধ্যায় বিআইডব্লিটিএ’র ওই ড্রাজার মাস্টারকে মারধরের অভিযোগে রামপাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মো. রফিকুল ইসলাম বাবুল রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি (বিআইডব্লিটিএ) কর্মচারিকে মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলকে গ্রেফতার দেখিয়ে রাতেই বাগেরহাটে পাঠিয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/
** বাগেরহাটে ইউপি চেয়ারম্যান বাবুল আটক