ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লেখক, প্রকাশক হত্যার প্রতিবাদে সেক্টর কমান্ডারস ফোরামের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
লেখক, প্রকাশক হত্যার প্রতিবাদে সেক্টর কমান্ডারস ফোরামের নিন্দা

ঢাকা: লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।

রোববার (০১ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।



বিবৃতিতে অবিলম্বে এইসব ঘৃণ্য খুনিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি কর‍ার দাবি জানানো হয়। ফোরাম বিশ্বাস করে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো জঙ্গি, অসহিষ্ণু মতবাদের স্থান হতে পারে না।

এছাড়া বিবৃতিতে অবিলম্বে খুনিদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তের হামলায় আহত হন কবি তারেক রহিম, আহমেদুর রশিদ চৌধুরী টুটুল (স্বত্বাধিকারী) ও রণদীপ বসু ও তারেক।

তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই দিনে শহবাগ আজিজ সুপার মার্কেটে “জাগৃতি” প্রকাশনীর প্রকাশক ও মালিক ফয়সাল আরেফিন দীপনকে নির্মম ভাবে হত্যা করে দুর্বত্তরা।

দল মত নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন সকল মুক্তমনা মানুষকে প্রগতি ও মুক্তবুদ্ধিচর্চার প্রতিপক্ষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
বিএস
 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।