গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে জোসনা খাতুন (১৩)। সেই সঙ্গে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে সে।
জোসনা স্থানীয় কঞ্চিপাড়া নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজালডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
রোববার (১ নভেম্বর) ৭৫ হাজার টাকা যৌতুকে একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লাল চান মিয়ার সঙ্গে জোসনার বিয়ের দিন নির্ধারন করা হয়েছিল। বিয়ের যাবতীয় আয়োজনও সম্পন্ন করে উভয় পরিবার।
এদিকে, বিয়ের আয়োজনের কারণে জোসনা জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেনা -রোববার সকালে বিষয়টি জানতে পারে কঞ্চিপাড়া নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহান মীরা। তিনি তাৎক্ষণিক ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানান।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান মোল্লা, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন ওই বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
অভিযানকালে জোসনা বলে, আমার আজ পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু বিয়ের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না।
পরে, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় জোসনার অংশগ্রহণের ব্যবস্থা করেন ইউএনও।
বিষয়টি জানতে পেরে গাইবান্ধা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বেগম আলেয়া খাতুন ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে জোসনার পরীক্ষার খোঁজ-খবর নেন।
পরীক্ষা শেষে ইউএনও কার্যালয়ে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা জোসনা ও তার বড় ভাই শাহা আলমকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বলেন এবং উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এ সময় শাহা আলম ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তার বোনকে বিয়ে দিবেন না এবং লেখাপড়া চালিয়ে যাবেন মর্মে লিখিত মুচলেকা দিয়ে জোসনাকে নিয়ে যান।
ইউএনও মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের তৎপরতা সবসময় অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড