ঢাকা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস না থাকলে সমুদ্র পরিবহন অধিদফতরের মাস্টার ড্রাইভার হিসেবে কাউকে নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। পরবর্তী যেকোনো সময়ে এ পদে নিয়োগের ক্ষেত্রে নতুন এ বিধানটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রাখার সুপারিশ করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীরউত্তম) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. নূরুল ইসলাম সুজন, মো. হাবিবুর রহমান, এম আব্দুল লতিফ এবং মো. আনোয়ারুল আজীম আনার অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক, শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সমুদ্র পরিবহন অধিদফতর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কমিটিকে জানানো হয়, ৩৭১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন জিএমডিএসএস প্রকল্পের আওতায় ঢাকায় সমুদ্র পরিবহন অধিদফতরের নিজস্ব ভবনসহ কমান্ড ও কন্ট্রোল সেন্টার নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কক্সবাজার, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে বিদ্যমান ৩টি বাতিঘর আধুনিকায়নসহ দুবলারচর, কুয়াকাটা, ডালচর ও নিঝুমদ্বীপে আরো ৪টি আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে। কমিটি এসব কাজ দ্রুততার সঙ্গে শেষ করার তাগিদ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএম/এএসআর