ঢাকা: লেখক-প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামলায় নিহত ব্যক্তির পরিবার, বন্ধু এবং বাংলাদেশি জনগণের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছে দেশটি।
রোববার (১ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও সহানুভূতি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ আরও তিনজনের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা করছে। ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল), ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ এবং অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মতো এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ও সহিংস চরমপন্থা রুখতে আমাদের (ঢাকা-ওয়াশিংটন) উভয় সরকারের যৌথ প্রচেষ্টাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, যেসব বাংলাদেশি এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে, আমরা তাদের পাশে আছি এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাবো।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে কুপিয়ে ও গুলি করে আহত করে দুর্বৃত্তরা। এরপর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়।
শুদ্ধস্বর ও জাগৃতি থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল। অভিজিৎকে গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৮৪৮, নভেম্বর ০১, ২০১৫
জেপি/এইচএ/