ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দৈনিক ডেসটিনির চেক জালিয়াতির মামলার রায় সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দৈনিক ডেসটিনির চেক জালিয়াতির মামলার রায় সোমবার

ঢাকা: দৈনিক ডেসটিনির ১০২ সাংবাদিক ও কর্মচারীদের পাওনা টাকা পরিশোধের জন্য দেওয়া ৬৫ লাখ টাকার চেক ডিজঅনার হওয়া মামলার রায় সোমবার (০২ নভেম্বর)।

২০১৩ স‍ালের ১০ অক্টোবর  ১০২ সাংবাদিক ও কর্মচারীর পক্ষে দাবি হয়ে ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল আমীনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়েরে করেন নোমান সালমান।

 

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান সোমবার রায়ের দিন ধার্য করেন।

রোববার (০১ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার তারিখের বিষয়টি বাংলানিউজকে জানান মামলার বাদি নোমান নিজেই।  

নোমান বলেন, ডেসটিনি পত্রিকার ১০২ সাংবাদিক ও কর্মচারীদের গোল্ডেন হ্যান্ড শেকের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়। এ সময় সাংবাদিকদের পাওনা বাবত ২০১৩ সালের ১০ আগস্ট ৬৪ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকার একটি চেক দেওয়া হয়। পরে চেকটি ব্যাংকে ডিজঅনার হলে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।