ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও গৌরীপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী আকবর আনিসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতের বিচারক এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবহান সুলতান জানান, গৌরীপুরে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার আসামি আলী আকবর আনিস রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
আরএম