ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শত নাগরিকের বিবৃতি

‘দীপন হত্যা সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতার ফল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
‘দীপন হত্যা সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতার ফল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে শত নাগরিক জাতীয় কমিটি। একই সঙ্গে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনারও নিন্দা জানিয়েছে কমিটি।



সোমবার (০২ নভেম্বর) এক বিবৃতিতে দীপনের বাবা ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পরিবারের প্রতি সমবেদনাও জানান শত নাগরিক কমিটির নেতারা।

কমিটির সদস্য সচিব আবদুল হাই শিকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- আমরা মনে করি, দীপন হত্যাকাণ্ড সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতার ফল। সরকারের ব্যর্থতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, আমরা দেখেছি, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও অঘটন ঘটলেও সরকার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া কোনো অঘটন ও হত্যাকাণ্ডের পরপরই সরকার সকল ঘটনার দোষারোপ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিয়ে অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে রয়ে যাচ্ছে এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশা প্রকাশ করে শত নাগরিক কমিটির নেতারা সরকারকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার আহ্বান জানান বিবৃতিতে।

বিবৃতিদাতারা হচ্ছেন- কমিটির আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, প্রফেসর ড. মনিরুজ্জামান মিঞা, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাদেক খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, শফিক রেহমান, প্রফেসর আফম ইউসুফ হায়দার, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সদস্য সচিব আবদুল হাই শিকদার, ডা. এজেডএম জাহিদ হোসেন, ড. ওয়াকিল আহমেদ, ড. খন্দকার মুশতাহিদুর রহমান, ড. সদরুল আমিন, ড. তাজমেরী এস এ ইসলাম, ড. মোসলেহ উদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, আলমগীর মহিউদ্দিন, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গণি চৌধুরী, ড. রাশিদুল হাসান, ইঞ্জিনিয়ার আনহ আখতার হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. আমিনুর রহমান মজুমদার, ড. জেড এম তাহমিদা বেগম, প্রফেসর আকা ফিরোজ আহমদ, ড. আখতার হোসেন খান, ড. মোহাম্মদ বোরহান উদ্দিন (মালয়েশিয়া), প্রফেসর ইশাররফ হোসেন (মালয়েশিয়া), ড. কেএমএ মালিক (যুক্তরাজ্য), শেখ মহিউদ্দিন আহমেদ (আয়ারল্যান্ড), আতিকুর রহমান সালু (যুক্তরাষ্ট্র), জয়নাল আবেদিন (যুক্তরাষ্ট্র), মঞ্জুর আহমেদ (যুক্তরাষ্ট্র), আবদুল্লহিল বাকী (ফ্রান্স), তমিজ উদ্দিন (ইতালি), ড. মোবাশ্বের মোনেম, ড. আবুল হাসনাত, ড. এবি এম সিদ্দিকুর রহমান নিজামী, প্রফেসর ড. আজহার আলী, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. খলিলুর রহমান, ড. সাহিদা রফিক, ড. মো: হায়দার আলী, প্রফেসর একেএম আজহারুল ইসলাম, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর কেএএম শাহাদাত হোসেন মন্ডল, প্রফেসর ড. হাসান মোহাম্মদ, প্রকৌশলী কাজী এম. সুফিয়ান, ড. ইফতিখারুল আলম মাসুদ, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিঞা, প্রফেসর ড. মোখলেছুর রহমান, প্রফেসর ড. সুকোমল বডুয়া,  ড. বোরহান উদ্দিন খান, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. লায়লা নুর ইসলাম, ড. ইয়ারুল কবির, ড. মামুন আহমেদ, ড. আবদুল লতিফ মাসুম, ড. ওবায়দুল ইসলাম, ড. সামসুল আলম, ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, ড. জাহিদুল ইসলাম, ড. কামাল আহমদ চৌধুরী, কবি আল মুজাহিদী, কবি হাসান হাফিজ, কবি আবু সালেহ, বাছির জামাল, একেএম মহসিন, মির আহমেদ মিরু, ড. লুতফর হমান, ড. তাসলিমা মানসুর, ড. মোরশেদ হাসান খান, ড. মো. মোজাম্মেল হক, ড. মাহফুজুল হক, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, প্রফেসর শাহ হাবিবুর রহমান, প্রফেসর এম নজরুল ইসলাম, প্রফেসর আসমা সিদ্দিকা, ড. সৈয়দা আফরোজা মামুন, কৃষিবিদ হাসান জাফির তুহিন,  প্রফেসর মো. শহিদুর রহমান, প্রফেসর এনামুল হক, প্রকৌশলী কাজী মো. সুফিয়ান, ড. মোহসিন জিল্লুর করিম, প্রকৌশলী হারুন-অর রশিদ, প্রকৌশলী মমতাজ আহমেদ, প্রকৌশলী আল আমিন, প্রকৌশলী আসাদ চুন্নু, প্রকৌশলী নজরুল ইসলাম, কৃষিবিদ একরামুল হক,  অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, রাশেদুল হাসান হারুন, খন্দকার আসাদুজ্জামান কিটন, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, অধ্যাপক শাহনাজ সরকার রানু, মোহাম্মদ মাফরুহি সাত্তার,  প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী, প্রফেসর আতিকুর রহমান, প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন, প্রফেসর আ ক ম আবদুল কাদের, প্রকৌশলী মো. মাহফুজ, প্রকৌশলী মো. মালেক, প্রকৌশলী কাজী মেজবাহ, প্রকৌশলী মোসলেহউদ্দিন, প্রকৌশলী আল আমিন, ডা. ইফতেখার লিটন, ডা. বেলায়েত হোসেন, ডা. আবদুল মোতালেব, ডা. জসিম উদ্দিন, ডা. বদিউল আলম, ডা. গোলাম মর্তুজা, ডা. আবুল কাশেম, অ্যাডভোকেট জহুরুল আলম, প্রকৌশলী মাসুদুল হক খান, প্রকৌশলী হাসান পারভেজ, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রকৌশলী মাসুম আহমেদ, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ড. মো. গোলাম আরিফ কেনেডি, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধূরী, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আনম মুনীর আহমেদ চৌধুরী, সামশুল হক হায়দরি, জাহিদুল করিম কচি, ইসকান্দার আলী চৌধুরী, মোহাম্মদ শাহনেওয়াজ, ডা. মোহাম্মদ ঈসা, প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, প্রফেসর নসরুল কবির, প্রফেসর মাহফুজ পারভেজ, শামসুদ্দিন হারুন,  অধ্যাপক ড. এমএ বারী মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. শহিদুল হক, বেলাল হোসেন, ড. মো. মিজান, প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, ডা. এ এ গোলাম মুর্তজা হারুন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, ডা. শাহাদাত হোসেন, ডা. মো. জসিম উদ্দিন, ডা. তমিজ উদ্দিন আহমেদ, কৃষিবিদ আনোয়ারুন্নবী বাবলা, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, ফয়সাল আকবর, মনির খান, রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম, জাকির হোসেন, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবদুল হাকিম, অধ্যাপক রাকিব উদ্দীন, অধ্যাপক কাজী মাইন উদ্দীন, অধ্যাপক রোকেয়া চৌধুরী, ফয়সাল আকবর, শরুফুজ্জামন জাহাঙ্গীর, অ্যাড. আবেদ রাজা, জাহাঙ্গীর আলম মিন্টু, রফিক মোহাম্মদ, শাহীন হাসনাত, এরফানুল হক নাহিদ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।